বুধবার ৮ অক্টোবর ২০২৫ - ২০:৪৪
ট্রাম্পের গাজা পরিকল্পনার উদ্দেশ্য ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করানো: ইসলামিক জিহাদ

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদ-এর মহাসচিব জিয়াদ আল–নাখালাহ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা কেবল ইসরায়েলি শাসনকেই সুবিধা দেবে এবং এর প্রকৃত লক্ষ্য ফিলিস্তিনিদের রাজনৈতিকভাবে আত্মসমর্পণে বাধ্য করা।

হাওজা নিউজ এজেন্সি: আল–নাখালাহ ইয়েমেনের আল–মাসিরাহ টেলিভিশনকে দেওয়া এক বিবৃতিতে, “অপারেশন আল–আকসা স্টর্ম”–এর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বলেন— “প্রতিরোধ শক্তি আলোচনার জন্য প্রস্তুত, তবে শুধুমাত্র সেই ভিত্তিতে যেখানে কিছু ধারাকে ইতিবাচকভাবে বিবেচনা করা যায় — বিশেষত বন্দি বিনিময় সংক্রান্ত ধারা।”

তিনি আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, “যদি শত্রুপক্ষ আলোচনার মাধ্যমে এমন কিছু অর্জন করতে চায় যা তারা যুদ্ধে অর্জন করতে সক্ষম হয়নি, তাহলে আমাদের দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে। আমাদের জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ত্যাগকে কোনোভাবেই অমূল্য করে তোলা যাবে না।”

ইসলামিক জিহাদ নেতা উল্লেখ করেন যে বন্দি বিনিময় সংক্রান্ত ধারা দ্রুত সমাধানের পর্যায়ে পৌঁছতে পারে।

তিনি বলেন— “বন্দি বিনিময়ের ধারা আগামী কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হতে পারে; এটি বিস্ফোরণের ফিউজ অপসারণ করবে এবং শত্রুর আক্রমণের অজুহাত কেড়ে নেবে।”

আল–নাখালাহ জোর দিয়ে বলেন, “শত্রু ও তাদের মিত্রদের জানা উচিত—আমরা তাদের শর্ত ও নির্দেশ মেনে কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করব না। আমাদের জনগণ যে বিপুল ত্যাগ স্বীকার করেছে, তার পর আমরা কখনো নতি স্বীকার করতে পারব না।”

তিনি বক্তব্যে আরও বলেন— “আমরা এই ভূমির প্রকৃত অধিকারী। আমাদের অধিকার পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না সেগুলো পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনা হয়।”

প্রাসঙ্গিক পটভূমি
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় তীব্র সামরিক সংঘর্ষ ও প্রতিরোধ গোষ্ঠীর অভিযান চালানো হয়েছে, যার ফলে বড়পাড়া মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ওই সংঘর্ষ ও আক্রমণের প্রেক্ষাপটে আন্তর্জাতিকভাবে গিয়ে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও মানবিক সাহায্য নিয়ে বহু চুক্তি-প্রস্তাব উঠেছে।

মার্কিন প্রশাসনের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে কিছু পক্ষ সমর্থন করলেও, ইসলামিক জিহাদ ও অনেকে এটিকে প্রশ্নবিদ্ধ ও একপাক্ষিক প্রতিফলন হিসেবে দেখছেন—যেখানে দখলদার শক্তিগুলোর স্বার্থ অগ্রাধিকার পায় বলে অভিযোগ রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha